সকালের এককাপ চায়ের লিকারে ধোঁয়া বিলাও প্রেমে। আমার দুষ্ট ঠোঁটে অতৃপ্ত চুমুক যায় থেমে। তুমি তুমি গন্ধ স্নানের শেষ লজ্জা ভেজা তোয়ালেটা জুড়ে থাকবে— মৃত্যু শুকিয়ে গেলেও আমার তোমাকেই লাগবে।