মো. মাহফুজ হাসান (১১) মেধাবী ছাত্র। আনন্দ আর উল্লাসে মাতিয়ে রাখত সবাইকে। বছরখানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। কিন্তু অর্থাভাবে দরিদ্র বাবা মো. আমিনুল ইসলাম সেই সময় ছেলেটির চিকিৎসা করাতে পারেননি। একপর্যায়ে তার ফুসফুস আক্রান্ত হয়। সেখানে পচন ধরেছে।
source https://www.prothomalo.com/bangladesh/district/দুই-লাখ-টাকা-হলে-বাঁচে-শিশুটির-জীবন
0 মন্তব্যসমূহ