ফিলিপাইনের বক্সার পেতেসিওর ছোটবেলা কেটেছে প্রচণ্ড অভাবে। বাবা তিওদরো পেতেসিও ছিলেন কৃষক। সংসারের বাড়তি আয়ের জন্য তিওদরো সন্তানদের সঙ্গে নিয়ে মুরগির বিষ্ঠা কুড়াতেন।