জাপান সরকার এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি সহ অলিম্পিকের অন্যান্য আয়োজকেরা বলা যায় ঝুঁকি নিয়ে তাদের সিদ্ধান্তে অটল থেকেছেন। এমনকি জাপানের জনগণের বড় একটা অংশ যে গেমসের বিপক্ষে ছিলেন, সেটাও তারা পাত্তা দেননি। আসলে অন্য কোনো পথ আয়োজকদের সামনে খোলাও ছিল না।

source https://www.prothomalo.com/sports/other-sports/পর্দা-নামল-টোকিও-অলিম্পিকের