শিল্পীরা যাঁর যাঁর বাড়িতে করা গান নিজেরাই ভিডিও করে পাঠিয়েছেন। সেসব ফুটেজ দিয়ে অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে। শিল্পীদের নিজস্ব পরিসরে ভিন্ন রকমের আসনসজ্জা যেন ছিল এ অনুষ্ঠানের অন্য রকম বৈচিত্র্য।