১৯৭১ সালের আগস্ট মাসে কুষ্টিয়ায় বড় ধরনের বন্যা হয়। কোর্টপাড়া ও হাউজিং এলাকাসহ শহরের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা বুকপানিতে তলিয়ে যায়। প্রথমবারের মতো গোরস্তান বন্ধ করে দেওয়া হয়। সীমিত আকারে চালু করা হয় মজমপুরের পুরোনো গোরস্তান। তবে শহরে মানুষ কম থাকায় গোরস্তানের প্রয়োজন তেমন ছিল না।
source https://www.prothomalo.com/bangladesh/থানাপাড়া-গণহত্যা-দিবস-আজ-দাবি-একটি-নামফলকের
0 মন্তব্যসমূহ