আদালতের অনুমতি ছাড়া কোনো নাগরিকের ব্যাংক হিসাব ও সম্পত্তি ক্রোক করার এখতিয়ার দুদকের নেই বলে রায়ে বলা হয়েছে। দুদকের তদন্ত কর্মকর্তা তাঁর ইচ্ছা অনুযায়ী কোনো নাগরিকের ব্যাংক হিসাব জব্দ বা সম্পত্তি ক্রোক করতে নির্দেশ দিতে পারেন না

source https://www.prothomalo.com/bangladesh/কারও-ব্যাংক-হিসাব-ও-সম্পত্তি-জব্দের-ক্ষমতা-দুদকের-নেই