১১ কোটি ৫০ লাখ ইউরো খরচ করে ইন্টার মিলান থেকে রোমেলু লুকাকুকে নিয়ে এসেছে চেলসি। প্রথম দুই ম্যাচে তাঁকে পাচ্ছে না চেলসি। তবে তাঁর অভাব অন্তত প্রথম ম্যাচে বুঝতে হয়নি চেলসিকে।

source https://www.prothomalo.com/sports/football/লুকাকু-যোগ-দেওয়ার-আগে-গোল-করার-ক্ষমতা-দেখাল-চেলসি