সিলেটের জ‌কিগঞ্জ থেকে ছয়জন যাত্রী ‌নিয়ে সিলেটের দিকে যা‌চ্ছিল মাইক্রোবাসটি। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলেট-জ‌কিগঞ্জ সড়কের নিজগ্রাম এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক–সংলগ্ন খাদে পড়ে যায়।