জীবনে তাঁর ওজন কখনো ৭৪ কেজির বেশি বাড়েনি। হওয়া দরকার ৮৬। ওই সময়ে তিন হাজার ক্যালরির বেশি খাবার খেতেন। তারপরও ওজন প্রত্যাশামতো বাড়ছিল না, ৭৯–তে উঠে থেমে ছিল।