এখানে আসার পর যা দেখেছি ও শুনছি, তাতে আমি অবাক। অনেক দূরের দক্ষিণ আমেরিকার দুটি দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল নিয়ে এ দেশের মানুষের মধ্যে কত উন্মাদনা। আমি নিজেকে দিয়েও বুঝতে পারি, ব্রাজিলিয়ান ফুটবলার বলে আশপাশের মানুষ আমার দিকে ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকান।

source https://www.prothomalo.com/sports/football/১-গোলের-ব্যবধানে-ব্রাজিল-জিতবে-2