সৌদি সমাজব্যবস্থায় শর্তহীন বা নামমাত্র বিয়ে ‘মিসইয়ার’-এর ঘটনা দ্রুত বাড়ছে। প্রচলিত বিয়ের খরচ মেটানোর সামর্থ্য না থাকা ব্যক্তিদের জন্য গোপনে এ ধরনের বিয়ে যেন ‘আশীর্বাদ’ হয়ে উঠছে। তবে ইসলামি চিন্তাবিদেরা এমন বিয়ে উচ্ছৃঙ্খলতাকেই বৈধতা দানের চেষ্টা বলে সমালোচনা করছেন।