সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি সেতুর ওপর থেকে বেতনা নদীর চরে ফেলে দেওয়া সেই নবজাতকের পরিচয় মিলেছে। ওই নবজাতককে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা ও নানি। নবজাতকের মায়ের নাম দীপিকা মণ্ডল (২৫) ও বাবার নাম মৃন্ময় মণ্ডল (৩২)।

source https://www.prothomalo.com/bangladesh/district/সেতুর-ওপর-থেকে-ফেলে-দেওয়া-নবজাতকের-পরিচয়-মিলেছে