ধর্ষণ মামলায় ধর্ষণের শিকার ব্যক্তির চরিত্র নিয়ে ‘নেতিবাচক’ মন্তব্য করার বিধান আইন থেকে বাদ যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ধরনের বিধান বাদ দেওয়াসহ বিদ্যমান সাক্ষ্য আইন সংশোধন করে সংসদের আগামী অধিবেশনে তা তোলা হবে বলে জানান তিনি।
source https://www.prothomalo.com/bangladesh/ধর্ষণের-শিকার-নারীকে-দুশ্চরিত্রা-দেখানো-যাবে-না
0 মন্তব্যসমূহ