সড়কের পাশের চা–বাগানের জমিতে কয়েকটি গরু চরে বেড়াচ্ছিল। এ সময় চিত্রা হরিণের একটি শাবক গরুর দলের সঙ্গে মিশে ঘাস খাচ্ছিল। স্থানীয় লোকজন দেখে হরিণশাবকটি আটক করে তাঁদের খবর দিলে তাঁরা প্রাণীটিকে উদ্ধার করেন।

source https://www.prothomalo.com/bangladesh/district/শ্রীমঙ্গলের-চাবাগান-থেকে-চিত্রা-হরিণের-শাবক-উদ্ধার