মানুষ যখন জানাজার প্রস্তুতি নিচ্ছেন, তখন অনেকেই ঈদগাহ প্রাঙ্গণে রাখা হাফিজের লাশটি শেষবারের মতো দেখছিলেন। তখন হঠাৎ এক ব্যক্তি জানান, হাফিজের মুখ থেকে লালা পড়ছে। তাঁর শ্বাস-প্রশ্বাস চলছে, তিনি জীবিত আছেন।

source https://www.prothomalo.com/bangladesh/district/জানাজা-শুরুর-আগে-একজন-বললেন-জীবিত-এরপর