করোনাকালে পর্যটন খাতের সংকট কাটাতে অ্যালোনিসোস দ্বীপে ইজিয়ান সাগরের স্বচ্ছ জলের নিচে জাদুঘর বানিয়েছে গ্রিস। এখানে রয়েছে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ। সযতনে সাজিয়ে রাখা হয়েছে ২ হাজার ৫০০ বছরের পুরোনো ওয়াইনের পিঁপেসহ নানা জিনিস। এসব দেখতে ভিড় জমাচ্ছেন দর্শণার্থীরা।