জিম্বাবুয়েতে চতুর্থবার হলেও এ নিয়ে ষষ্ঠবার আফ্রিকা মহাদেশে আসা হলো আমার। প্রতিবারই এসেছি প্রথম আলোর হয়ে ক্রিকেট কাভার করতে। আফ্রিকার মানুষের জীবনযাপন দেখে সাদা চোখে যেটা মনে হয়, এই দেশগুলোতে ধনী-দরিদ্রের আর্থিক সংগতির ব্যবধান অনেক বেশি। যার আছে তার অনেক কিছুই আছে, যার নেই তার ফুটপাতে বিছানোর মতো মাদুরটুকুও হয়তো নেই।
0 মন্তব্যসমূহ