হাতঘড়িটার কাঁটা যখন ঠিক চারটা ছুঁয়ে যায় তখন তুমি পারবে না বেরোতে? তোমার কাঁধে মাথা রেখে ঘুরব আজ অনেকটা পথ যাব আজ প্রেমসীমানা পেরোতে। পাঞ্জাবি ঠিক পছন্দ না তোমার শাড়িতেও আমি নই খুব অভ্যস্ত তবু আমার শেষ আবদার হিসেবে আজ না হয় পরলে, করলে আমায় আশ্বস্ত।