গত ২৯ জুন অভিনেতা দিলীপ কুমারকে হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখার প্রয়োজন হয়নি। চিকিৎসক নিতীন গোখলে আর চিকিৎসক জলিল পারকরের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। এখন তিনি অনেকটাই সুস্থবোধ করছেন।

source https://www.prothomalo.com/entertainment/bollywood/দিলীপ-কুমার-সুস্থ-তবে-এখনই-ছাড়া-হবে-না