বিশ্বে মোট বাঘের সংখ্যা গত দেড়শ বছরে নেমে এসেছে পাঁচ শতাংশে। বিপন্ন এ বন্যপ্রাণি সংরক্ষণে সচেতনতা তৈরিতে প্রতি বছর ২৯ জুলাই পালিত হয় বিশ্ব বাঘ দিবস। আর এ দিনে ভালো খবর হলো, চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বাড়ছে। দুইটি বাঘ থেকে এখন এখানে বাঘ আছে নয়টি।