আর্জেন্টিনা, ইতালি - দুই চ্যাম্পিয়নের মধ্যে কে ভালো খেলল? এক মাসের চরম উন্মাদনা ও উৎকণ্ঠা শেষে কোপা আমেরিকা ও ইউরোর চ্যাম্পিয়ন হয়েছে ইতালি ও আর্জেন্টিনা। গত রাতে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপসেরার মুকুট পরেছে ইতালিয়ানরা। কেমন হলো এবারের ইউরো ও কোপা আমেরিকা? ইতালি ও আর্জেন্টিনাই বা খেলল কেমন? আলেশা মার্টের সৌজন্যে ইউরো ও কোপা আমেরিকা উপলক্ষ্যে প্রথম আলো'র বিশেষ আয়োজন 'ডি-বক্স' এর ৩১তম ও শেষ পর্ব দেখুন সরাসরি, উপস্থাপনায় নিশাত আহমেদ, আলোচক : জাহিদ হাসান এমিলি, স্ট্রাইকার, বাংলাদেশ জাতীয় দল, ব্রাদার্স ইউনিয়ন পর���চালনায় আশিক ইব্রাহীম
source https://www.prothomalo.com/video/আর্জেন্টিনা-ইতালি-দুই-চ্যাম্পিয়নের-মধ্যে-কে-ভালো-খেলল
0 মন্তব্যসমূহ