পোষা বিড়ালটি টেক্কা দিয়েছে সাপকে। তা–ও যেনতেন সাপ নয়, রীতিমতো বিষধর কোবরা। ঘটনাটি ভুবনেশ্বরের একটি বাড়ির প্রবেশদ্বারে। কোবরাটি সেখানে প্রবেশ করতে গেলে রুখে দাঁড়ায় বাড়ির পোষা বিড়াল। আধা ঘণ্টা ধরে অসম সাহস নিয়ে ফণা তোলা কোবরার পথ আটকে রাখে বিড়ালটি।