শুটিং থেকে বিরতি নিয়েছিল বলিউড। ঘরবন্দী থাকতে কারও ভালো লাগছিল না, এমনকি বহু হিট ছবির নায়িকা কাজলেরও না। আবার শুটিংয়ে ফিরে যেন মহা আনন্দে আছেন কাজল। শুটিং ভ্যান থেকে মেকআপের ছবি পোস্ট করে যেন সে কথাই জানালেন।

source https://www.prothomalo.com/entertainment/bollywood/আবার-শুটিংয়ে-কাজল