কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে আগামীকাল ভোরে মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ পেরু। গতবার যাদের বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল সেলেসাওরা। ম্যাচটা কী ব্রাজিলের জন্য সহজ হবে? ইউরোর সেমিফাইনালেই বা কেমন কৌশলগত লড়াই দেখা যেতে পারে? ইউরো ও কোপা আমেরিকা উপলক্ষ্যে আলেসাহ মার্টের সৌজন্যে প্রথম আলো'র বিশেষ আয়োজন 'ডি-বক্স' এর ২৪তম পর্ব দেখুন সরাসরি, উপস্থাপনায় নিশাত আহমেদ, আলোচক : মাসুদ আলম, বিশেষ প্রতিনিধি (ক্রীড়া), প্রথম আলো পরিচালনায় আশিক ইব্রাহীম

source https://www.prothomalo.com/video/sports/ফাইনালে-এক-পা-দিয়ে-রেখেছে-ব্রাজিল