অ্যাকুয়ারিয়ামে গোল্ডফিশের সংখ্যা বেড়ে গেলে অনেকেই বাড়তি মাছ প্রাকৃতিক জলাধারে ছেড়ে দেন। এভাবেই অ্যাকুয়ারিয়ামের ছোট্ট গোল্ডফিশ পুকুর কিংবা হ্রদের মুক্ত পানিতে চলে যায়। সেখানে অন্য প্রজাতির মাছ খেয়ে ফুলেফেঁপে ওঠে। ক্ষতি করে প্রাকৃতিক বাস্তুতন্ত্রের।

source https://www.prothomalo.com/world/usa/অ্যাকুয়ারিয়ামের-ছোট্ট-গোল্ডফিশ-যখন-মাথাব্যথার-কারণ