নতুন ঘর নির্মাণের জন্য আকরাম ভূঁইয়ার মাটির ঘরটি ভাঙা হচ্ছিল। একপর্যায়ে আজ বিকেলে ওই মাটির ঘরের একটি দেয়াল কাত হয়ে কানন খন্দকারের টিনের ঘরের ওপর পড়ে যায়। এ সময় ওই টিনের ঘরে অবস্থানকারী পাঁচজন দেয়ালের নিচে চাপা পড়েন।
source https://www.prothomalo.com/bangladesh/district/বেলাবতে-মাটির-ঘরের-দেয়ালচাপায়-শিশু-নিহত-আহত-৪
0 মন্তব্যসমূহ