করোনায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মীর মৃত্যু হয়েছে। সিরাজ মিয়া (৫২) নামের ওই কর্মী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ফুসফুসে তীব্র সংক্রমণ ছড়িয়ে পড়লে ঢাকার উত্তর সিটি করপোরেশনের কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর লক্ষ্মীপুরে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

source https://www.prothomalo.com/bangladesh/স্বাস্থ্যকেন্দ্রের-কর্মীর-মৃত্যু-দুই-ডোজ-টিকাও-নিয়েছিলেন