বর্ষাকালে বৃষ্টি ঝরে বৃষ্টি পড়ে টুপটাপ বারান্দাতে বিড়ালছানা অপলক ও চুপচাপ। টিনের ছাদে বৃষ্টির শব্দ দারুণ তাদের ছন্দ ঝুমঝুমাঝুম বৃষ্টি হলে লাগে না তো মন্দ। বৃষ্টিশব্দের তালে তালে মেঘের আছে নৃত্য চারিদিকের গরম-গরম পরশে হয় সিক্ত।

source https://www.prothomalo.com/writings/ঝুমঝুমাঝুম-ছন্দ