আজ সকালে প্রসববেদনায় ছটফট করতে থাকলে নাসরিন, জেসমিন ও সাবিনা নামের তিনজন স্থানীয় মহিলা তাঁর বাচ্চা প্রসবে সহযোগিতা করেন। খবর পেয়ে ইউএনও রাবেয়া পারভেজ মা ও নবজাতককে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

source https://www.prothomalo.com/bangladesh/district/মা-হলেন-মানসিক-ভারসাম্যহীন-নারী-হাসপাতালে-ভর্তি-করালেন-ইউএনও