আকাশসম হৃদয় দিলাম এই যে তুমি নাও নীলাভ শাড়ির আঁচল ছায়ায় আমায় ঢেকে দাও। মুচকি হাসির মায়ায় তোমার অধর হলো চাঁদ চাঁদ জোনাকে রুপার শেকল মনের বেড়িবাঁধ।