এমনিতেই টিটিতে চীনের জয়জয়কার। ছেলেদের ইভেন্টের আগে তাই তো আরেকটি চীনা ফাইনাল দেখেছে মেয়েদের এককে। মেয়েদের খেলার পর ছেলেদের টিটির শীর্ষ বাছাই দুই তারকা লং মা ও ফ্যান জেনডং আরেকবার চীনের পতাকা তুলে ধরলেন জাপানের মাটিতে।

source https://www.prothomalo.com/sports/other-sports/অনন্য-কীর্তি-গড়ার-পর-বললেন-মনে-হচ্ছে-যেন-স্বপ্ন-দেখছি