আজ বৃহস্পতিবার সারা দিন উপজেলার বিভিন্ন স্থানে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে কিছু যানবাহন সড়কে পাওয়া যায়। ওই চালকদের প্রত্যেককে খাদ্যসহায়তা দেওয়া হয়। এ সময় চালকেরা লকডাউনে গাড়ি বের না করার অঙ্গীকার করেন।

source https://www.prothomalo.com/bangladesh/district/অভিযানে-আটক-চালকেরা-জেল-জরিমানার-বদলে-পেলেন-প্রধানমন্ত্রীর-উপহার