বপ্নের ফাইনালে কে জিতবে? ব্রাজিল, না আর্জেন্টিনা? কোপা আমেরিকার ফাইনালের মঞ্চ প্রস্তুত। বিশ্বের কোটি কোটি ভক্ত-সমর্থকদের স্বপ্ন সত্যি করে নেইমারের ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। কী হবে ফাইনালে? মেসি কী তাঁর আন্তর্জাতিক ট্রফির স্বপ্ন পূরণ করতে পারবেন? নাকি নেইমার ক্যারিয়ারের প্রথম কোপা জিতবেন এবার? ওদিকে ইউরোর ফাইনালে উঠেছে ইতালি। অপেক্ষা করছে ইংল্যান্ড বা ডেনমার্কের মধ্যে যেকোনো এক দলের। ইউরো ও কোপা আমেরিকা উপলক্ষ্যে প্রথম আলো'র বিশেষ আয়োজন 'ডি-বক্স' এর ২৬তম পর��ব দেখুন সরাসরি, উপস্থাপনায় নিশাত আহমেদ, আলোচক : সাইফুল বারি টিটু, কোচ, শেখ রাসেল ক্রীড়াচক্র পরিচালনায় আশিক ইব্রাহীম
source https://www.prothomalo.com/video/sports/স্বপ্নের-ফাইনালে-কে-জিতবে-ব্রাজিল-না-আর্জেন্টিনা
0 মন্তব্যসমূহ