কোহলির ভারত এখন ইংল্যান্ডে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ঋষভ পন্ত। কিন্তু নিজের খামখেয়ালিপনায় করোনায় আক্রান্ত হয়ে ভারতীয়দের প্রশ্নের মুখে পন্ত, কিন্তু তাঁকে আগলে রাখছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

source https://www.prothomalo.com/sports/cricket/মাস্ক-না-পরে-করোনা-বাধিয়ে-প্রশ্নের-মুখে-পন্ত-আগলে-রাখছেন-সৌরভ