ঢাকার সড়কে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ছিনিয়ে নেওয়া মুঠোফোনটি চার দফায় চারজনের কাছে বিক্রি করা হয়েছে। সর্বশেষ মুঠোফোনটি বিক্রি করা হয় ৩০ হাজার টাকায়। প্রথম তিন দফায় বেচাকেনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা গেলেও সর্বশেষ ক্রেতাকে গ্রেপ্তার কিংবা ছিনতাই হওয়া মুঠোফোনটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
source https://www.prothomalo.com/bangladesh/crime/পরিকল্পনামন্ত্রীর-মোবাইলের-সর্বশেষ-ক্রেতাকে-খুঁজে-পাচ্ছে-না-পুলিশ
0 মন্তব্যসমূহ