অলিম্পিক শুরু হওয়ার আগে পশ্চিম জাপানের একটি প্রশিক্ষণশিবির থেকে উগান্ডার জাতীয় দলের একজন ক্রীড়াবিদ নিখোঁজ হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, এ ঘটনা সম্পর্কে দলটির পক্ষ থেকে শুক্রবার জানানোর পর পুলিশ তাঁকে খুঁজে বের করার তৎপরতা শুরু করেছে।
source https://www.prothomalo.com/world/asia/জাপানে-উগান্ডার-অলিম্পিক-দলের-সদস্য-নিখোঁজ
0 মন্তব্যসমূহ