কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার দর-দাম যখন চলে, তখন বিক্রেতারা নিজেদের মধ্যে ব্যবহার করেন এক ধরণের সাংকেতিক ভাষা। বিক্রেতারা এই ভাষাতে একে অন্যকে জানিয়ে দেন, কত দামে তাঁরা পশুটিকে ক্রেতার হাতে তুলে দেবেন।