নদীর ঘাটে নৌকা বাঁধা দেখতে লাগে বেশ নদীর ঢেউয়ে ভেজা যেন আমার বাংলাদেশ। আঁকা-বাঁকা নদীগুলো দেখতে সাপের মতো বাতাস এসে ঢেউয়ের তালে নাচে অবিরত। পদ্ম, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদীগুলো বড় নদীর বুকে ভালো লাগে জাগলে বালুচরও।