শনিবার থেকে আজ রোববার পর্যন্ত জেলায় ৪৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ১৭। নতুন শনাক্ত হওয়া ১৫৪ জনের মধ্যে শুধু সদর উপজেলা ও কসবার মোট ৮৯ জন রয়েছেন।

source https://www.prothomalo.com/bangladesh/coronavirus/ব্রাহ্মণবাড়িয়ায়-এক-দিনে-সর্বোচ্চ-২৫৪-জনের-করোনা-শনাক্ত