১৯৮২ সালের ঘটনা। তখন আমার বড় ভাই আমাকে পরামর্শ দিয়ে বললেন, ‘রসায়নে পড়ে ভালো করেছ। এবার ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) করো, তাহলে পেশাজীবনে আরও ভালো করতে পারবে।’ এরপর আমার স্বামী আবদুল হক (ছদ্মনাম সিদ্ধার্থ হক) আমাকে বললেন, ‘তুমি যদি এমবিএ না পড়, তাহলে আমি পড়ব না।’