বাতাসে সোঁদা গন্ধ ভাসে এলোমেলো রাত নামে ঝড়ের আগে; ডাহুকীর ডাক থেমে থেমে আসে পৃথিবী ঘুমিয়েছে, জোনাকিরা আজ জেগে। মধ্যনিশীথের চাঁদ, শীতের কাফন পরা লাশ— ভাঙা ভাঙা মেঘের আড়াল হয়ে যায় যেন অতি নিয়মিত বেড়ে ওঠা ঘাস।