গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩ জন, বরুড়া ও চৌদ্দগ্রামে ২ জন করে ও লাকসাম, দেবীদ্বার ও বুড়িচংয়ে ১ জন করে রয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম ১১ দিনে মোট ৫৮ জনের মৃত্যু হলো।
source https://www.prothomalo.com/bangladesh/coronavirus/কুমিল্লায়-এক-দিনে-করোনায়-সর্বোচ্চ-মৃত্যু-ও-শনাক্তের-রেকর্ড
0 মন্তব্যসমূহ