অস্বস্তিকর, লোমহর্ষক সিনেমা ‘তিতান’ জিতল করোনাকালের স্বর্ণপাম। ছবিটির পরিচালক ফরাসি নির্মাতা জুলিয়া দুকুরনো। ২৮ বছর পর কানে কোনো নারী পরিচালক জিতলেন স্বর্ণপাম। রোববার বাংলাদেশ সময় রাত ১২টার পর ঘোষণা করা হয় ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের পুরস্কারগুলো।