এসো হাত ধরি এই বর্ষায় উতলা বাতাসে হই আনমনা আমার গোপন কথা থাকুক গোপন কাউকে কিছু বলব না ওই শরতের নিশীথে জাগা চাঁদতারা আর আমি জেগে রই জোনাকি কাছে এসে কানে কানে বলে আমার গোপন কথাটা যেন কই।