টাকা নিয়ে পরিচালকের পেছন পেছন ঘুরছেন প্রযোজক—এ দৃশ্য আজ ভাবা যায়? অথচ ঢালিউডে এ ঘটনা ঘটেছিল আশির দশকে। সেই পরিচালকের নাম দিলীপ বিশ্বাস। তখনই তাঁর পারিশ্রমিক ধার্য করা হয়েছিল ২৫ লাখ টাকা। কিন্তু টাকার জন্য কখনো আপস করেননি তিনি। বরং অর্থকষ্ট মেনে নিয়েছেন, রাতের পর রাত ঘুমিয়েছেন ফিল্মের পরিত্যক্ত ক্যানের ওপর মাথা রেখে।

source https://www.prothomalo.com/entertainment/dhallywood/ফিল্মের-ক্যানে-মাথা-রেখে-ঘুমানো-নির্মাতা