উর্বশী গানের সিঁড়ির নিয়মিত মৌলিক গান প্রকাশের ধারাবাহিকতায় গত ১১ জুন বিকেল ৫টায় প্রকাশ হয় আরও একটি গান। গানের শিরোনাম, ‘ওরে আমার শ্যামকালিয়ারে’। জহিরুল ইসলাম বাদলের লেখায় গানটি সুর করেছেন সোহাগ। সংগীতায়োজন করেছেন এ এইচ তূর্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী হৃদয় সৈকত ও নুশরাত রেশমা। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছয় লক্ষাধিক দর্শক গানটি উপভোগ করেছেন।
source https://www.prothomalo.com/writings/হৃদয়-রেশমার-ওরে-আমার-শ্যামকালিয়ারে
0 মন্তব্যসমূহ