আমাকে কবিতা দাও, বীণাপাণি, দয়া করো, দীনে আমাকে উপেক্ষা করো, দুঃখ দাও, যেন আমি লিখি লিথির বিষণ্ন জল, নীল দুঃখ, কালো চারুলিপি আমাকে অভিজ্ঞ করো, প্রাজ্ঞ করো এই অর্বাচীনে