গতকাল রোববার জেলায় ২১টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ ২৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। লকডাউনের তৃতীয় দিনে ৩ লাখ ২২ হাজার টাকা, দ্বিতীয় দিনে ১ লাখ ১৯ হাজার টাকা, প্রথম দিনে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

source https://www.prothomalo.com/bangladesh/district/বরিশালে-লকডাউনের-পাঁচ-দিনে-৭-লাখ-৮০-হাজার-টাকা-জরিমানা-আদায়