ভারতের কেরালা রাজ্যের কোলাম জেলার বাসিন্দা রেনজিথ সোমরাজন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কখনো ট্যাক্সি চালাতেন, কখনো কোম্পানিতে সামান্য বেতনে কাজ করতেন। এক যুগের বেশি সময় পর তাঁর কপাল খুলেছে। গত শনিবার একটি লটারি পেয়েছেন। এই লটারির মূল্য ২ কোটি আমিরাতি দিরহাম, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি রুপি।

source https://www.prothomalo.com/world/asia/দুবাইয়ে-ট্যাক্সিচালক-পেলেন-৪০-কোটি-রুপি